গো’পালগঞ্জে স্বা’মী কমলেশ বাড়ৈকে (৪৫) হ’ত্যা পর লা’শ মাটি চা’পা দেয়া হয়। গোপালগঞ্জের সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্রেট আমিত কুমার বিশ্বাসের আ’দালতে কমলেশের স্ত্রী সুবর্ণা বাড়ৈ (৩৫) ও তার প’রকীয়া প্রেমিক মম্মথ বাড়ৈ (৪০) আজ বুধবার ১৬৪ ধারায় স্বী’কারোক্তিমূলক জবানব’ন্দী দিয়েছে।
সু’বর্না কো’টালীপাড়া উপজে’লার তালপুকুরিয়া গ্রামের কাঠমিন্ত্রী কমলেশ বাড়ৈর স্ত্রী। মম্মথ বাড়ৈ একই গ্রামের মহেন্দ্র বাড়ৈর ছেলে।তারা বিজ্ঞ ম্যা’জিস্ট্রেটের কাছে হ’ত্যাকান্ডের কথা স্বীকার করে জানান, তাদের মধ্যে প’রকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে।
এ’টি জা’নাজানি হ’ওয়ার পর কমলেশ ও সুবর্ণার মধ্যে বি’রোধ চলে আসছিলো। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিলো। বি’ষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক করা হয়। কিন্তু তারপরও তারা সে রাস্তা থেকে ফিরে আসেনি। গত জানুয়ারী মাসে সুবর্ণা ও তার প্রেমিক মম্মথ মিলে পথরে কাঁটা কমলেশকে হ’ত্যার পরিকল্পনা করে।সে মোতাবেক গত ২ ফেব্রুয়ারী মম্মথর সরবরাহকৃত ঘুমের ঔষুধ সুবর্না খাবারের মধ্যে মিশিয়ে কমলেশকে খায়িয়ে দেয়।
ক’মলেশ গ’ভীর ঘু’মে আচেতন হয়ে পড়লে প’রকীয়া প্রেমিক মম্মথ ও সুবর্ণা মিলে কমলেশের গ’লায় গামছা দিয়ে প্যাঁচ দিয়ে শ্বা’সরো’ধে তাকে হ’ত্যা করে। পরে তারা বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মম্মথর মাছের ঘেরপাড়ে মাটি চা’পা দিয়ে লা’শ পুঁতে রাখে।
গো’পালগঞ্জের অতি’রিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, কমলেশ নি’খোঁজ হয়েছেন,জানিয়ে তার ভাই রবেণ বাড়ৈ গত ৩ মার্চ কোটালীপাড়া থানায় একটি জি’ডি করেন। এটির ত’দন্তে নেমে পুলিশ গত ২৬ মে বিকেলে মম্মথর ঘেরপাড় থেকে মাটি খুঁড়ে কমলেশের লা’শ উ’দ্ধার করে।
প’রে ক’মলেশের স্ত্রী সুবর্ণাকে পুলিশ গ্রে’ফতার করে।রাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সুবর্ণার প’রকীয়া প্রেমিক মম্মথকে মাদারীপুর জে’লার রাজৈর থেকে গ্রে’ফতার করা হয়। আজ বুধবার তাদের গোপালগঞ্জে সিনিয়র জু’ডিশিয়াল ম্যা’জিস্ট্রেট আ’দালতে হাজির করা হয়।
১৬৪ ধা’রায় সে’খানে স্বী’কারোক্তিমূলক জবানব’ন্দী দিয়ে তারা এ হ’ত্যাকান্ডের কথা স্বীকার করেন। এরমধ্য দিয়ে প’রকীয়ার কারণে ৩ মাস আকোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় কমলেশের ভাই রবেণ বাড়ৈ বা’দী হয়ে সুবর্ণা ও মম্মথকে আসামী করে মঙ্গলবার রাতেই একটি হ’ত্যা মা’মলা দা’য়ের করেছেন।
ক’মলেশের লা’শ উ’দ্ধারের ৮ ঘন্টার মধ্যেই দু’ আসামীকে গ্রে’ফতার করা হয়। তাদের আজ বুধবার আ’দালতে পাঠানো হয়।