স্বা’মীর কাছে ফিরে যেতে চাওয়ায় প’রকীয়া প্রেমিক আবুল কাসেম (৫১) ভারতে নিয়ে খু’ন করেন আসমাকে। হ’ত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পর পুলিশের বিশেষ শাখার (ডি’বি) সদস্যরা ছদ্মবেশ ধা’রণ করা আবুল কাসেমকে আ’টক করেছে।
গ’ত শু’ক্রবার (৩০ মে) ভোর যশোর ডি’বির একটি দল কৌশলে ঢাকার পল্লবী থেকে তাকে আ’টক করে। একই সঙ্গে জ’ব্দ করা হয়েছে ভি’কটিম আসমার মোবাইল ফোন ও পাসপোর্ট।
আ’টকের প’র পু’লিশের কাছে বি’ষয়টি স্বীকার করেছেন কাসেম।হ’ত্যার শি’কার আসমা যশোর শহরের পুরাতন কসবা আরবপুর পাওয়ার হাউজপাড়া এলাকার শাহানুর ইসলামের তালাকপ্রাপ্ত স্ত্রী।
অ’ভিযুক্ত প’রকীয়া প্রেমিক কাশেম শহরের পুরাতন কসবা গাজীরঘাট রোড এলাকার বশির মিয়ার ছেলে।যশোর জে’লা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
পু’লিশের জি’জ্ঞাসাবাদে আসমার সঙ্গে প’রকীয়া ও অ’বৈধ সম্পর্কের কথা স্বীকার করেন কাশেম। প’রকীয়ার কারণে ২০১৩ সালে আসমাকে তার স্বামী শাহানুর তালাক দেন।
কি’ন্তু আ’সমা তা’র স্বামী শাহানুরের সঙ্গে আবার ঘর-সংসার করার সিদ্ধান্ত নিলে কাশেম তাকে হ’ত্যার পরিকল্পনা করেন এবং একপর্যায়ে ভারতে নিয়ে হোটেলে হ’ত্যা করেন।