স্বা’মীর নি’র্যাতন স’হ্য করতে না পেরে ফাঁ’স দিলো অ’ন্তঃসত্ত্বা গৃ’হবধূ।
নও’গাঁর আত্রাইয়ে স্বামীর নি’র্যাতন সহ্য করতে না পেরে অ’ন্তঃসত্ত্বা গৃহবধূ চায়না রানী ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার রাতে উপজে’লার হাটকালুপাড়া ইউপির বড়দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ম’য়নাত’দন্তের জ’ন্য ওই গৃহবধূর ম’রদেহ উ’দ্ধার করে নওগাঁ ম’র্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়েরপর থেকে চায়না রাণীকে শা’রীরিক ও মা’নসিকভাবে নি’র্যাতন করে আসছিলো পরিবারের লোকজন।মেয়ের পরিবারের ধারণা ছিলো স’ন্তান হলে তাদের সমস্যাগুলো দূর হবে কিন্তু সাত মাসের অ’ন্তঃসত্ত্বা হবার পরও বিভিন্ন নি’র্যাতনের শি’কার হতে হয়েছে চায়না রাণীকে।অন্যান্য দিনের মতো সোমবার রাতে স্বামী নি’র্যাতন করে রো’গী দেখার নাম করে বাইরে চলে গেলে শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁ’চিয়ে আত্মহ’ত্যা করেন চায়না।
স্বা’মী ষষ্ঠি কুমার আনুমানিক রাত ১টার দিকে বাড়ি এসে ঘরের দরজা ভেতর থেকে আ’টকানো দেখে এবং ডাকাডাকি করেন।কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে চায়না।
তা’র চি’ৎকার শুনে প্রতিবেশীরা এসে ঘরের টিন খুলে ম’রদেহ উ’দ্ধার করে।আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, ম’য়নাত’দন্তের জন্য ম’রদেহ নওগাঁ ম’র্গে পাঠানো হয়েছে। রিপোট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।