অনলাইন ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের উপ সহকারী প্রকৌশলী আনিকা তাবাসসুম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকা তাবাসসুম পশ্চিম জয়দেবপুরের মাসুদ আলমের মেয়ে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, সন্ধ্যায় আনিকা তার বন্ধু আব্দুল্লাহ আল ইমরানের মোটরসাইকেলে করে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি গাড়ি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে গাড়িতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।