প্রা’ণঘা’তী ক’রোনার ফলে থে’মে গেছে পুরো বিশ্ব। এমনকি সৌদি আরব এবার হজের জন্য সীমিত সংখ্যক লো’ককে আসার সুযোগ দিতে পারে বলে জানা গেছে।
আ’ন্তর্জাতিক গণ’মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সৌদি আরব প্রতি দেশ থেকে যত হ’জযাত্রী যা’ওয়ার কথা তা থেকে ২০ শতাংশ আসতে দেয়ার সম্ভাবনা রয়েছে।সাধারণ সময়ে সারা বিশ্ব থেকে ২৫ লাখের মতো মানুষ হজ পালনে সৌদি আরব আসেন।
সৌদি আ’রবে অ’নেক কর্মকর্তা অবশ্য এখনো এবারের হজ বাতিল করার ব্যাপারে চা’প দিচ্ছেন। করোন ভাই’রাস সং’ক্র’মণ বৃ’দ্ধির সাথে সাথে ব্যা’পক সু’রক্ষা ব্যবস্থা নিয়েছে সৌদি আরব।মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও ম’দিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল দেশটি।
এর ক’য়েকদিন প’র সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়।
মস’জিদে না’মাজ প’ড়া এমনকি ঈদের জামাতের উপরেও বিধিনি’ষেধ ছিল।সৌদি আরবে এখন ক’রোনাভা’ইরাসেে আ’ক্রান্তের সংখ্যা এক লাখের উপরে। জেদ্দায় নতুন করে আবার কারফিউ জারি করা হয়েছে।