সা’ভারের কাতলাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁ’ধে ধ’র্ষণের অভিযোগ উঠেছে তার খালাতো দুলাভাইয়ের বি’রুদ্ধে।আ’টক মিলন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি সাভারের কাতলাপুরে একটি বাসায় ভাড়া থাকেন। তার বাড়ি কুড়িগ্রাম জে’লায়।
সা’ভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেলে ওই স্কুলছাত্রী পার্শ্ববর্তী এলাকায় তার খালাতো বোনের বাসায় যায়। বাসায় কেউ না থাকায় তাকে হাত-পা বেঁ’ধে ধ’র্ষণ করে মিলন।আরও পড়ুন: চুম্বনের সময় নাকি আ’টকে গিয়েছিল, তা বলে স্ত্রীর জিভ কাটলেন স্বামী জানা গিয়েছে, পেশায় প্লাস্টিক কারখানার কর্মী আসানসোলের গোপালপুরের বাসিন্দা সবলু শর্মার সঙ্গে নিতুদেবীর বিয়ে হয় প্রায় ৪ বছর আগে।
দ’ম্পতির তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে। হাসতে হাসতে প্রেমিক সুনীলের সঙ্গে বিবাহ মেনে নেনে নিতু।