হামাস নেতা হাসান ইউসুফ সহ স্থানীয় ১১ জন নারী ও শিশু’কে ধরে নিয়ে গেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রা’ষ্ট্র ইসরাইল।
এসময় হাসান ইউসুফকে ইসরায়েলের গোয়েন্দা অ’ফিসে তুলে নেওয়া হয়। মঙ্গলবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটেছে বলে কুদস প্রেসের বরাত দিয়ে মিডলইস্ট ম’নিটরের খবরে বলা হয়েছে।
ফিলিস্তিনের প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, আটককৃতদের মধ্যে ফয়সাল আল-নাজ্জার, তাঁর স্ত্রী এবং ২ পু’ত্র মুহাম্মাদ ও মূসাও রয়েছেন।স’ন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে, ইসরাইল কর্তৃক বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধে অংশ নেওয়ার কারণে ১১ ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
উ’ল্লেখ্য, হামাস নেতা হাসান ইউসুফ ১৫ মাস ই’হুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে বন্দি থাকার পর গত ২৩ জুলাই মুক্তি পেয়েছেন।
২০ বছরের বেশি সময় এই নেতাকে কারাগারে আ’টকে রাখে ইহুদিবাদী ইসরাইল। পশ্চিম তীরকে দখল ক’রতে ফিলিস্তিনিদের উপর প্রতিনিয়ত বিভিন্নভাবে নিপিড়ন চালিয়ে যাচ্ছে ইসরাইল।