ব’ঙ্গোপসাগরে সৃষ্ট ঘূ’র্ণিঝড় আ’ম্ফান সর্বোচ্চ তী’ব্রতার একটি সুপার সাই’ক্লো’নে পরিণত
হয়েছে বলে ভা’রতের আবহাওয়া বিভাগ জানিয়েছে।ঘূ’র্ণিঝড়টি বুধবার (২১ মে) বিকেল থেকে স’ন্ধ্যা নাগাদ ভা’রতের প’শ্চিমবঙ্গে অব’স্থিত দীঘা থেকে শুরু করে বাংলাদেশের হাতিয়া দ্বীপের ম’ধ্যবর্তী স’মুদ্রতটের কোনও একটি জায়গা দিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।আব’হাওয়াবিদরা বলছেন, তীব্রতার মাপকাঠিতে
এই ঘূ’র্ণিঝড় এর মধ্যেই অনেক রে’কর্ড ভে’ঙে দিয়েছে। আ’ম্ফানের মো’কাবিলার প্রস্তুতি খতিয়ে
দেখতে ভা’রতের প্রধা’নমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বিকেলে দেশটির স্ব’রা’ষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশ’নাল ডি’জ্যাস্টার ম্যা’নেজমেন্ট অথরিটির কর্মক’র্তাদের স’ঙ্গে জরুরি বৈঠকে বসছেন।ভা’রতের আবহাওয়াবিভাগ এক টুইট বার্তায় বলেছে,
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃ’ষ্টি হওয়া আম্ফান নামের ঘূ’র্ণি’ঝ’ড়টি আজ সকাল সাড়ে সাতটা নাগাদ একটি প্রবল বা এক্সট্রিমলি সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।এর মাত্র ‘ঘ’ণ্টা পরই তারা আবার টুইটে
ঘোষণা দেয়- বেলা সাড়ে এগারোটা নাগাদ সেটি একটি সুপার সাইক্লোনে বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দিল্লিতে ভা’রতের আবহাওয়া
বিভাগের মহাপরিচালক মৃ’ত্যু’ঞ্জয় মহাপাত্র জানান,
আ’ম্ফান নামে ব’ঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূ’র্ণিঝড়টি নিয়ে বুধবার আম’রা সবচেয়ে বড় বি’পদের আশ’ঙ্কা করছি।সেদিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে
কোনও একটা সময় এটা উপকূলে আছড়ে পড়বে। তিনি বলেন, মঙ্গলবার থেকেই উপকূলীয় অঞ্চলে প্রবল বৃ’ষ্টি শুরু হবে।বুধবার সকাল
থেকে তার সঙ্গে যোগ হবে তীব্র ঝড়ো বাতাস। ঝড়টি এখন উত্তর-উত্তর পূর্ব অ’ভিমুখে এগোচ্ছে।বুধবার এটি প’শ্চিমবঙ্গের দীঘা আর বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি কোনও একটা এলাকা দিয়ে সমু’দ্রতট অ’তিক্রম করবে।ডাঙায়
আছড়ে পড়ার সময় বাতাসের বেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কি’লোমিটারের মতো হবে বলে ধারণা করা হচ্ছে।…