জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ১৫ আগষ্ট প্রত্যুষে জাতীর পিতার প্রতি সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জের পক্ষ হতে গভীর শ্রদ্ধাঞ্জলি।
আজ ১৫ই আগস্ট ২০২০, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ ডা. মো. মুজিবুর রহমান নেতৃত্বে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্রান্তকারীরা সপরিবারে বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় প্রাণে রক্ষা পান।