১৫ দিনের মধ্যেই করোনা টিকা পাওয়ার সম্ভবনা -কিশোরগঞ্জ সিভিল সার্জন
সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান বলেছেন, করোনা টিকা দরজায় কড়া নাড়ছে। হয়তোবা ১৫ দিনের মধ্যেই আমরা এ টিকা পেয়ে যেতে পারি। ইতিমধ্যে কোভিড ভ্যাকসিন বন্টন কমিটি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে টিকা বিতরণের জন্য স্বাস্থ্যবিভাগ কাজ করে যাচ্ছে। জেলায় করোনা ভ্যাকসিন আসার পর মন্ত্রণালয়ের নির্দেশক্রমেই বন্টন করা হবে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান এ কথা বলেন।
সিভিল সার্জন আরও বলেন, সুরক্ষা এ্যাপসের মাধ্যমে করোনা টিকার আবেদন করতে হবে। প্রতিজনকে টিকার ২টি ডোজের মাধ্যমে দেয়া হবে। প্রথম ডোজের ২ মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। করোনা মোকাবেলায় সম্মুখসারীর যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা পাবে। ১৮ বছরের নিচে ব্যক্তিগণ এ টিকার আওতায় থাকবে না।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ হেলাল উদ্দিন। করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।