সৈ’কতে ছো’ট নৌকায় ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। হঠাৎ করে তারা নজরে পড়েন সেখানে ছুটি কাটাতে যাওয়া প্রে’সিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার।
আর মুহূর্তেই সাগরে ঝাঁপিয়ে পড়ে ওই দুই নারীর জীবন বাঁচান ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট! ঘটনাটি ঘ’টেছে পর্তুগালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলগার্ভ সৈকতের অদূরে।
গত শনিবার পর্তুগালের প্রেসিডেন্টের এই উদ্ধার তৎপরতার দৃশ্য ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যা’মেরায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।পর্যটনের ওপর প্রবলভাবে নির্ভরশীল পর্তুগালের অর্থনীতি। করোনা ম’হামারির মধ্যে পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
সেকারণে আলগার্ভ সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে সেখানে ছুটি কাটাতে গেছেন প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আ’লাপ শেষ করার কিছুক্ষণের মধ্যেই সৈ’কতের অদূরে দুই নারীকে ডুবে যেতে দেখতে পান।
মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন প্রেসিডেন্ট।ওই দুই নারীকে উদ্ধার তৎপরতার যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, প্রে’সিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা যখন সাঁতার কে’টে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন অপর এক ব্যক্তি।
কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছান অপর এক ব্যক্তি। পরে সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এ’গিয়ে দেন।উদ্ধারে অংশ নেয়ার পর প’র্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা সাংবাদিকদের বলেন, পশ্চিমমুখী তীব্র স্রোত থাকায় তারা ছিটকে পড়েন, উল্টে গিয়ে প্রচুর পানি গিলে ফেলেন আর তারা না পারছিল ছোট নৌকাটি (কায়াক) ফের সোজা করতে, না পারছিল তাতে চড়ে বসতে।
স্রো’ত এ’তটা তীব্র ছিল যে সাঁতারও কাটতে পারছিল না।পরে ভবিষ্যতে সতর্ক থাকতে ওই নারীদের পরামর্শও দেন তিনি।