ক’রোনাভা’ইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। তবে ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অ’নুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বি’দ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (১০ জুন) বি’দ্যুৎ, খ’নিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘গ্রা’হকদের প্র’তিমাসের বিল দেয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম পরের মাসে বিল দিলেও সার চার্জ লাগবে না।
কিন্তু আ’গামী ৩০ জু’নের মধ্যে বিলগুলো পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সার চার্জ দে’য়া লাগবে।’ ৩০ জু’নের পরেও কেউ যদি বিল দিতে না পারে তাহলে তাদের লাইন কেটে দেয়া হবে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে নিয়ম আছে সে নিয়মই প্রয়োগ হবে।
’অ’তিরিক্ত বি’লের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিতরণ কোম্পানিগুলো এটা সমন্বয় না করলে আমার বরাবর আবেদন করলেই হবে।
আমি স’ব কো’ম্পানিকেই এগুলো সমন্বয় করতে বলেছি। গ্রাহক যাতে সন্তুষ্ট হয় সেভাবেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।’