ফা’তিমা জা’য়না আশফাক। বয়স মাত্র ৭ বছর। রাজধানীর একটি স্কুলে কে’জি-টু তে পড়ছে সে। তার মায়ের দেখাদেখিএবারই প্রথম রোজা রাখতে শুরু করেছে জায়না এবং প্রথমবারই সবকটি রোজা রেখে ফেলেছে এই শি’শু। নাঈমাআহমেদ ও আশফাক নেওয়াজ আহমেদ দ’ম্পতির একমাত্র সন্তান জায়না।
রা’জধানীর ধা’নমন্ডিতে থাকেন তারা। জায়নাজানায়, রোজা রেখে তার দারুণ ভালো লাগছে।
স’বগু’লো রো’জা রা’খতে পেরে সে খুব খুশি। রোজা রেখে সে আল্লাহরকাছে প্রার্থনা করেছে যেন পৃথিবী থেকে করোনাভাইরাস দূর হয়ে যায়।জায়নার মা নাঈমা আহমেদ জানান, তিনি রোজারাখছেন দেখে জায়নাও রোজা রাখতে আগ্রহ প্রকাশ করে। তিনি ভেবেছিলেন হয়তো এমনিতেই বলছে।
কি’ন্তু তা’দেরকে অ’বাক করে দিয়ে রোজা রেখে ফেলে সে; রোজা রাখতে জায়নার খুব একটা কষ্টও হয়নি। কাউকে কোনোরকম বির’ক্তকরা ছাড়াই নিজের ইচ্ছাতেই পবিত্র রমজানের ৩০টি রোজা রেখে ফেলেছে।
এ’তো অ’ল্প ব’য়সে তাদের কন্যা এই কঠিনকাজটি স’ম্পন্ন করায় বাবা-মা হিসেবে তারা বেশ আনন্দিত। জায়নার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।