৬ষ্ঠ গোল্ডেন বুট মেসির!
আল মামুন সজীবঃ ২০০৪ সালের আজকের এই দিনে ১৭ বছরের এক বিস্ময় বালকের অভিষেক হয় বার্সার জার্সি গায়ে, আর আজকেই তার ক্যারিয়ারে আরেকটি অর্জন যুক্ত হলো। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৬ বার ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন লিওনেল আন্দ্রেস মেসি।
এই এডওয়ার্ডটা দেওয়া হয় ইউরোপীয়ান ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে মেসির পরেই ৪ বার এই এওয়ার্ড জিতেছেন আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসিই একমাত্র ফুটবলার যে কিনা হ্যাট্রিক ব্যালন ডি অর এবং হ্যাট্রিক গোল্ডেন বুট জয়ী খেলোয়ার।
Facebook Comments