৯০ লা’খ ২৫ হা’জার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের।
আ’ওয়ামী লী’গের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক’রোনা ভাই’রাসের সময়ে এ পর্যন্ত ৯০ লাখ ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আওয়ামী লীগ।
বৃ’হস্পতিবার স’কালে তার স’রকারি বাসভবনে সমসাময়িক বি’ষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ও’বায়দুল কাদের বলেন, ‘এ পর্যন্ত আওয়ামী লীগ দলীয়ভাবে ৯০ লাখ ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে।
’দ’লীয়ভাবে আ’ওয়ামী লীগের ত্রাণ তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দলীয় সং’সদ সদস্যসহ আমাদের জনপ্রতিনিধি দলের পক্ষে সারাদেশে এই ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছেন।
এ’খনও ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ সারা দেশের তৃণমূল পর্যায়ে অব্যাহত রয়েছে।
এ’ছাড়া পি’পিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ব্লিচিং পাউডার ও স্প্রে মেশিনসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।ক’রোনা পরিস্থিতি সামনে আরও কঠিন হওয়ার আ’শঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আ’ক্রান্ত ২১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম।
সা’মনে আ’রও কঠিন সময় আসতে বলে অনেকে আ’শঙ্কা প্রকাশ করেছে।
এ’ই চ্যা’লেঞ্জিং সময় অতিক্রম করতে হবে আমাদের সাহসিকতার সাথে।
এ’জন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের মা’নসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি।
তি’নি ব’লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে।
এ’ই ম’হামা’রী মোকাবেলায় শেখ হাসিনা যে ধৈর্য, কর্মনিষ্ঠা, প্রজ্ঞা, সাহস ও দায়িত্বশীলতা দেখিয়েছেন তা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।
ও’য়ান ই’লেভেনের সময় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বি’ষয়টি স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, আজ ৭ মে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন ২০০৭ সালের এই দিনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে শত বা’ধা-বিপত্তি উপেক্ষা করে দেশে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ত’ৎকালীন ত’ত্ত্বাবধায়ক স’রকার চেয়েছিল তিনি যেন দেশে ফিরে না আসেন।
কি’ন্তু ব’ঙ্গবন্ধু কন্যা অসীম সাহসের সঙ্গে সকল ষ’ড়যন্ত্র মোকাবেলা করে ফিরে আসেন দেশের মাটিতে।
যা’তে ফিরে না আসতে পারে সেজন্য ফিরে আসার দিনে তখনকার স’রকার তখনকার স’রকার তার বি’রুদ্ধে মা’মলা করে ওয়ারেন্ট জারি করে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে টিকিট না দেয়ার জন্য চা’প তৈরি করে।
কি’ন্তু তাকে তারা বা’ধা দিয়ে রাখতে পারেনি।
তি’নি দেশে ফিরে আসেন।বাসস