শা’কিব খা’ন মা’নেই আলোচনা। ঢাকাই ইন্ডাস্ট্রির এই শীর্ষ তারকাকে নিয়ে সম্প্রতি গুঞ্জনরটেছে ঢালিউড পাড়ায়। সম্প্রতি ‘বীর’ সিনেমার জন্য ওজন বাড়াতে হয় বুবলীকে।
সে’ইছ’বি প্রকাশের পর থেকে গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা বুবলী। আর এ নিয়ে শাকিবের সঙ্গেজড়িয়ে শুরু হয়েছে বিভিন্ন সমালোচনা।
এ নি’য়ে স’ম্প্রতি মু’খ খুলেছেন চিত্রনায়িকা বুবলী।তিনি বিষয়টি সবার কাছে তুলে ধরেছেন। এবার তা নিয়ে মুখ খুললেন শাকিব খান।শাকিব বলেন, ‘আর তো চুপ থাকা যায় না, এত গুঞ্জন আর কানাঘুষা না করে যদি সাহসথাকে সামনে এসে প্রমাণ দেখাক।
দু-দি’ন পর’পর আ’মাকে ঘিরে নানা অপপ্রচার চালিয়ে আমার তারকা ইমেজ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।আমাকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে, আর কত?
বু’বলীর অ’ন্তঃসত্ত্বা ওআ’ড়ালে চলে যাওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আপনারা আমাকে কেন জিজ্ঞেসকরছেন, বুবলীর কাছে যান, সেই আপনাদের ভালো বলতে পারবে।সে তো নিজেরবাসায়ই আছে।
’ অ’পু বিশ্বা’সের স’ঙ্গে ঘ’টে যাওয়া ঘটনার সঙ্গে বুবলীর এই বিষয়টিওনতুন করে কোনো ঘটনার জন্ম দেবে কি-না, এ প্রসঙ্গে শাকিব আরো বলেন, ‘বুবলীশিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত অপুর মতো কোনো ভুল করবে না। বুবলী আমার শুধুই বন্ধু ও সহকর্মী।
আ’সলে আ’মার তারকা ইমেজ যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষা পরায়ণ মানুষ আমারক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরিকরে ক্যারিয়ার ধ্বংস করতে চায়। যা কোনোদিন পারেনি, পারবেও না।অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিলনা।
এ’কসঙ্গে কা’জ করতে গিয়ে তাকে চিনতে ভুল করেছিলাম, আর ভুল করতে চাই না।এখন আমার ধ্যান-জ্ঞান ফিল্ম ক্যারিয়ার এবং সুন্দর সাজানো গোছানো একটি সংসার।