1. ashrafali.sohankg@gmail.com : aasohan : Ashraf Ali Sohan
  2. kgnewssumon@gmail.com : arsumon :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:-
জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট ২৬ মার্চ উপলক্ষে মিঠামইনে মুক্তিযোদ্ধা আলী আজগর মেমোরিয়াল ফান্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প  কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উস্তাদ সুমন আহম্মেদ রঞ্জনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ২০ ফেব্রুয়ারি ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সংবাদ প্রকাশ করছে ঢাকা পোস্ট বইমেলায় শেখ সুমাইয়া সুলতানার বই ” কিছু বলতে চাই কিশোরগঞ্জে পালিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এর দায়িত্ব গ্রহন করলেন ডাঃ হেলাল বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় থাকা যাবে না- শায়েখে চরমোনাই

উপ-পরিচালক পদে পদোন্নতি পেলেন কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ রমজান মাহমুদ

রিপোর্টার:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০০৬ সংবাদটি দেখা হয়েছে

মনিটর নিউজঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশক্রমে বিসিএস ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ৪৯ জন চিকিৎসককে উপ-পরিচালক/ সমমান পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।১৮ সেপ্টেম্বর (বুধবার) স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ক্রমিক নং পাঁচ এর ডাঃ মোঃ রমজান মাহমুদ (৩৬৫৬৫) সহকারী পরিচালক, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, কিশোরগঞ্জ। উপ-পরিচালক ইনসিটু সহকারী পরিচালক, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, কিশোরগঞ্জ হিসেবে পদায়নসহ কর্মস্থল নির্ধারন করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেড টাকা ৫০০০০ – ৭১২০০ প্রদান করা হলো এবং পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা লিয়েন/ প্রেষণ/ট্রেনিং বা ছুটিতে আছেন, তারা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে কর্মস্থলে যোগদান করলে এ পদোন্নতি কার্যকর হবে। প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মহাপরিচালক (প্রশাসন/এমআইএস), অধ্যক্ষ/পরিচালক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, মন্ত্রী/প্রতিমন্ত্রীর একান্ত সচিব বরাবর পাঠানো হয়েছে।

ডাঃ মোঃ রমজান মাহমুদ স্বাস্থ্যসেবায় তার কর্ম দক্ষতা ও সেবা প্রদানে শত শত হতদরিদ্র ও সাধারণ মানুষের মুখে ফুটিয়েছেন হাসি। সততা ও দক্ষতার মাধ্যমে স্বাস্থ্যসেবায় সাধারণ জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রশংসিতও হয়েছেন।

কর্মজীবন
কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ভাটুয়াপাড়া গ্রামে জন্ম নেয়া ডাঃ মোঃ রমজান মাহমুদ ১৯৮৪ সনে একজন এমবিবিএস চিকিৎসক হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন।পরিবর্তে ১৯৮৬ সনে PSC (পাবলিক সার্ভিস কমিশন) এর মাধ্যমে মেডিকেল অফিসার পদে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদান করেন। চাকরির সুবাদে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জের অনেক স্বাস্থ্য কমপ্লেক্স এ সুণামের সহিত স্বাস্থ্য সেবা দিয়েছেন।ডাঃ মোঃ রমজান মাহমুদ হোসেনপুর স্বাস্থ্যকমপ্লেক্স এ টিএইচএ পদে যোগদান করেন পর থেকেই ডাঃ হেলাল উদ্দিন কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্যে বিভিন্ন মর্যাদায় বিভিন্ন ক্রেস্ট সনদ সম্মান ও ধারাবাহিক পদোন্নতি লাভ করেন। হবিগঞ্জ জেলায় সিভিল সার্জন হিসেবেও দায়ীত্ব পালন করেন।

শিক্ষা প্রতিষ্টান
কিশোরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ, গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ময়মনসিং মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক পরিচিতি
কিশোরগঞ্জ সদর উপজেলা মহিনন্দ ভাটুয়া পাড়া গ্রামে ব্যবসায়ী সিরাজুল হকের তিন ছেলে দুই মেয়ের মধ্যে ডা: মোঃ রমজান মাহমুদ তৃতীয় সন্তান। তার বাবা মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

বৈবাহিক অবস্থা
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৈবাহিক জীবনে তিনি তিন ছেলে সন্তানের বাবা। ডাঃ মোঃ রমজান মাহমুদ কর্ম ও পারিবারিক জীবনে তিনি সফল ও সার্থক ব্যক্তিত্ব।

পরিশেষে, ডাঃ মোঃ রমজান মাহমুদ তার বাকি জীবনে কিশোরগঞ্জের মানুষের যেন সেবা দিয়ে যেতে পারেন এই জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box

খবরটি পছন্দ হলে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও খবর