নেত্রকোনা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। আগষ্ট (২০১৯) মাসের মাসিক অপরাধ সভায় তিনি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম এর নাম ঘোষণা করেন এবং পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
গত আগষ্ট (২০১৯) মাসে ওয়ারেন্ট তামিল, অন্যান্য আসামি গ্রেপ্তার, মাদক মামলার আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে প্রতিযোগিতায় অন্যান্য থানার অফিসার ইনচার্জ এর চাইতে পয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকায় নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম কে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এ সময় নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. আলী আকবর মুন্সি সহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বছরে নেত্রকোনা সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো.তাজুল ইসলাম যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার থেকে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মনোযোগী হন।
নেত্রকোন জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নেত্রকোনার সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নেয়ার পর মো.তাজুল ইসলাম বলেন, এ স্বীকৃতিতে দায়িত্ববোধ আরো বেড়ে গেলো। ভবিষ্যতেও নেত্রকোনা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি নেত্রকোনা থানা এলাকাকে মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাব। এজন্যে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, মোঃ তাজুল ইসলাম এর বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নেরর হাত্রাপাড়া গ্রামে।