আশরাফুল ইসলাম তুষারঃ কিশোরগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় জয়নব(৬৫) নামে এক বৃদ্ধ মহিলা নিহত এবং নিহতের ছেলে স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন(৩৮) গুরুতর আহত হওয়ার রহস্য উদঘাটিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।নাতি ফাহিমের ছুরিকাঘাতেই প্রাণ হারিয়েছেন জয়নব নামের বৃদ্ধা। এছাড়া ফাহিমের ছুরিকাঘাতেই গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে করিমগঞ্জের মনসন্তোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন (৪০)। দেলোয়ার হোসেন মালেক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের হারুয়া টপটেন গলিতে এই হতাহতের ঘটনার পর সন্দেহজনক কথাবার্তা বলায় নাতি ফাহিম (১৫) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। সেখানেই সে পুলিশকে জানিয়েছে নানি জয়নবকে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি।নানিকে হত্যার বিষয়টি ফাহিম পুলিশের
কাছে স্বীকার করার পর রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে নিহত জয়নব বিবি’র বড় ছেলে আব্দুর রউফ বাদী হয়ে ফাহিমকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক এ ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশের কাছে ফাহিম জানায়,লেখাপড়ায় তাগাদা দেয়া নিয়ে তার রাগারাগি হয় নানি জয়নব বিবির সাথে।এরই জের ধরে ফাহিম নানি জয়নব বিবিকে শাবল ও ফল কাটার ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই জয়নব বিবি(৬৫) মারা যান।হত্যাকান্ডের পর লাশ বাসার খাটের নিচে লুকিয়ে রাখে। জয়নব বিবি’র ছেলে স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন নিজের বাসা থেকে বোনের বাসায় গিয়ে মায়ের খবর নিতে গেলে তাকেও পেটে ছোরা