আশরাফুল ইসলাম তুষার:কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে শুভেচ্ছা জানিয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল শুভেচ্ছা মিছিল করেছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বটতলা মোড় থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনের নেতৃত্বে মিছিলটি শুরু করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।মিছিলটি কিছুদুর যেতেই পুলিশ বাধা দিলে পুলিশি বাধা অতিক্রম করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথখলা মোড়ে এসে সমাবেশ করে।সমাবেশে বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে অচিরেই দুর্বার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে আশা ব্যাক্ত করেন।এ সময় শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ শাওন বাবু,ওমর ফারুক,জুবায়ের ইসলাম,রনি,যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম,জাকির হোসেন রাজিব,জাকারিয়া মাহমুদ ঝুমন,নৌশাদ,সহ:সাংগঠনিক সম্পাদক শাফায়েত হায়দার,জেলা ছাত্রদল নেতা অলিউল্লাহ অলি,পৃথিরাজ খান পৃথিবী,হাসিবুর রহমান মিশাত,সাগর,তন্ময়সহ শতাধিক নেতাকর্মী।