আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল।শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় আখরাবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে জেলা যুবদলের নেতাকর্মীরা।জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিল জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন,সহ-সভাপতি গোলাম মোস্তফা পারভেজ,হুমায়ুন কবির,জীবন চন্দ্র দাস,সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন,যুগ্ন-সম্পাদক নুরুল ইসলাম রুবেল,সাইফুল ইসলাম রনি,পল্লি উন্নয়ন ও সমবায় সম্পাদক আরিফুল ইসলাম সুজন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমন,মেহেদী হাসান সাদবিন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যাবস্থা করার দাবী জানান।অন্যথায় তীব্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার ও ঘোষনা দেন তারা।