আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ডাকসু’র জি.এস গোলাম রব্বানী ও তার রত্নগর্ভা মা মরহুমা তাসলিমা আজাদের জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন এর উদ্যোগের এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি এতিমখানায় দুয়া মাহফিলের আয়োজন করা হয়।দুয়া মাহফিলে গোলাম রাব্বানীর দীর্ঘ হায়াত ও তার রত্নগর্ভা মা মরহুমা তাসলিমা আজাদের আত্নার মাগফেরাত কামনা করে দুয়া করা হয়।এরপর এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহাগ মির্জা, হযরত আলী ইমরান, আবুল বাসার ইমরান, শুভ নাথ, রাজীব, গুরুদয়াল কলেজ ছাত্রলীগ নেতা প্রশান্ত রায়,জেলা ছাত্রলীগ নেতা শান্ত প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।