আজ সকালে ভোরের আলোর সাহিত্য আসরের ৫৭০ তম সভা থানা মার্কেটস্থ সংগঠনের কার্যালয় এ অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মো:নিজাম উদ্দিন। তারই সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ এর নন্দিত কবি আশুতোষ ভৌমিক। সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মো শফিউল আলম। সংগঠনের নারী অংশের সভানেত্রী সুবর্না দেবনাথ। গীতিকার বিনয় সরকার, দন্ত চিকিৎসক হিরা মিয়া।
সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় ছড়ায়, গানে ও আলোচনায় আসরটিকে প্রানবন্ত করে তুলেন তরুণ লেখক আকরাম হুসাইন, শিল্পী আহমেদ রাজু,শিল্পী মাজহারুল ইসলাম,কবি তোফায়েল আহমেদ, কবি, শিল্পী ও ছড়াকার মো মুর্তজা জামাল, শিল্পী মো জহিরুল হাসান রুবেল, মো শাহিন, শিল্পী শফিকুল ইসলাম স্বাস্থ্যকর্মী তানিয়া আক্তার, সাদিয়া জাহান রেজা, ক্ষুদে ছড়াপাঠক নাদিয়া জাহান রেজা, শিল্পী আনতারা । বিশিষ্ট ব্যক্তিত্ব এম এইচ ভূঁইয়া,জাহানারা খাতুন, একে এম ইউনুস, হাজী আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠান চলাকালীন প্রানবন্ত এই সভায় উজ্জীবিত হয়ে রিক্সাচালক তফাজ্জল হুসেন প্রখ্যাত শিল্পী মনির খানের অঞ্জনা গানটি গেয়ে সবাইকে আনন্দ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে “এক ফোটা ফোটা ফুল তাবৎ ধরিত্রী ” এই বইটি লেখক কবি আশুতোষ ভৌমিক ভোরের আলো সাহিত্য আসরকে উপহার দেন। অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে নিজামুদ্দিন সাহেব এই সভার সমাপ্তি ঘোষনা করেন।