আশরাফুল ইসলাম তুষার: কিশোরগঞ্জে সোনালী ব্যাংক লি: এর ১২১৭তম শাখা এর শুভ উদ্বোধন করা হয়েছে সোনালী ব্যাংকের স্টেশন রোড শাখা। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

এ উপলক্ষে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। এতে সোনালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. ছায়েফ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ড. দৌলতুন্নাহার খানম, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক মো. আসাদ উল্লাহ, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আ.ন.ম নৌশাদ খান, সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন, সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম প্রমুখ।