বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রসাশক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী।প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড: সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেধ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাসুদ আনোয়ার প্রমুখ। পরে বিজয়ী ও রানারআপ এবং ম্যাচ সেরা খেলোয়ার, রেফারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদের প্রাণোবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে ড. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা পছন্দ করতেন। তার ছেলে শেখ কামাল ও বিশিষ্ট কবি ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও খেলাধুলা পছন্দ করেন। কারণ খেলাধুলার মাধ্যমেই দেশের যুবসমাজকে সন্ত্রাস এবং মাদকের হাত থেকে ফেরানো সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চালু করেছেন।
এতে বালিকা (অনূর্ধ্ব ১৭) করিমগঞ্জ বনাম কিশোরগঞ্জ সদর ১-০ গোলে করিমগঞ্জ জয়ী হয়। এবং বালক (অনূর্ধ্ব ১৭) কিশোরগঞ্জ পৌরসভা বনাম পাকুন্দিয়া, কিশোরগঞ্জ পৌরসভা ট্রাইবেগারে জয়ী হয়।