আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ :ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠসহ কিশোরগঞ্জ জেলার সকল ঐতিহ্যপূর্ন স্থান ও প্রত্নতত্ত্বের স্থাপনা রক্ষার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির ব্যানারে শনিবার(২১ সেপ্টেম্বর)বেলা ১১ টায় শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক,লেখক,আকুথেরাপিস্ট রেজাউল হাবীব রেজার নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।মানববন্ধনে বক্তারা বলেন,শোলাকিয়া ঈদগাহ মাঠের ভিতর মডেল মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ করে মাঠের আয়তনকে সংকুচিত করার পায়তারা চলছে।শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহ্য ও আয়তন রক্ষায় কিশোরগঞ্জবাসী আজ ঐক্যবদ্ধ।মডেল মসজিদ টি অন্য কোথাও নির্মান করে মাঠের আয়তনকে সংকুচিত না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান তারা।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল হাবীব রেজা,শেখ আবুল মুনসুর লুনু,লিটন চৌধুরি,সাংবাদিক ফারুকুজ্জামান,সাংবাদিক সফিক কবির ও সাংবাদিক আলী রেজা সুমন প্রমুখ।