সংস্কৃতি বিষয়ক মন্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি গয়ঘর খোজার মসজিদ পরিদর্শন করেছেন। বাংলার বিখ্যাত সুলতান শামসুদ্দীন ইউসুফশাহ কর্তৃক ৮৮১ হিজরিতে নির্মিত মৌলভিবাজার সদর উপজেলায় ঐতিহাসিক গয়ঘর খোজার মসজিদটি পরিদর্শনকালে তিনি মৌলভিবাজার জেলা প্রশাশক নাজিয়া শিরিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমানকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন মোলভিবাজার জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, জেলা গণগ্রন্থাগার ও শিল্পকলার কর্মকর্তাবৃন্দ। ঐতিহাসিক এই মসজিদটি রক্ষা, সংস্কার-সংরক্ষন ও প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার নির্দেশ দেন সচিব মহোদয়, ডিসি মৌলভিবাজার প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বলেন মসজিদটি ৮৮১ হিজরি ১৪৭৬ সনে নির্মিত বাংলার প্রাচীন প্রথম সারির মসজিদ হিসেবে বিবেচ্য হওয়ায় দ্রুত সরকারের আওতাধীন নিয়ে এসে প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন।