আগামীকাল (৪ অক্টোবর) প্রচারিত হতে যাচ্ছে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের মিটামইন আব্দুল হামিদ পল্লীতে অনুষ্ঠিত হয়েছিল জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্টেজ স্যূটিং।জনপ্রিয় এই ম্যাগাজিন অষ্ঠানের ট্রেইলারও প্রকাশিত হয়েছে।

গত মঙ্গলবার (১ অক্টোবর) ফাগুন অডিও ভিশন ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশিত হয়েছে।
হানিফ সংকেতের, রচনা, পরিচালনা ও উপস্থাপনা ০৪ অক্টোবর, ২০১৯ রাত ৮ টার বাংলা সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এসময় হানিফ সংকেতের উপস্থাপনায় অংশনেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নৃত্যশিল্পী শামীম আরা নিপা। অন্যান্যদের মধ্যে অংশনেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুমার বিশ্বজিত, নানী-নাতি চরিত্রের অভিনেত্রী নানি শবনম পারভীন, নাতি মোহাম্মদ শওকত আলী তালুকদারসহ অন্যান্যরা।