স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসন কর্তৃক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালক চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় অফিসে কালো পাথরের প্রত্ননিদর্শন হস্তান্তর করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক মঙ্গলবার কালো পাথরের দুইটি প্রত্ননিদর্শন ময়নামতি জাদুঘরের ব্যবস্হাপনায় প্রদর্শনের জন্য মূর্তি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ প্রত্ননিদর্শন হস্তান্তরের পক্ষে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও জেলা প্রশাসনের এনডিসি মো. কবিরুল আহসান এবং মূর্তিটি গ্রহণের পক্ষে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার মো. শাহীন আলম এবং ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান (চ.দা.)মো. হাফিজুর রহমান ৷ উল্লেখ্য এ সময় অনেক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।