বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০১৯ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

কিডনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর

প্রতিবেদক
aasohan
অক্টোবর ১৭, ২০১৯ ৫:১৭ অপরাহ্ণ

মনিটর হেল্থ ডেস্কঃ দৈনন্দিন জীবনে মানুষ নানান ধররে শারীরিক সমস্যায় ভুগছেন। তার মধ্যে কিডনী মানুষ জীবনের বড় ধরনের একটি অংশ। বেঁচে থাকতে হলে কিডনীকে সুস্থ্য রাখা অতিব জরুরী। তাই কিডনীর বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর নিন্মে দেয়া হলোঃ-

প্রশ্ন১: কোমরে ব্যাথা মানে কি কিডনী সমস্যা?
উত্তর : কোমর ব্যাথার সাথে কিডনী সমস্যার কোন সম্পর্ক নাই।

প্রশ্ন২: কিডনী বিকল হয়ে গেলে একটা না দুইটা বিকল হয়?
উত্তর: আমরা কিডনী বিকল হওয়া বা নষ্ট হওয়া বা কিডনী ফেইলিউর বলতে দুইটা কিডনী বিকল বা নষ্ট হওয়া বুঝাই। কিডনী ফেইলিউর কখনওই একটা হয়না।

প্রশ্ন৩: কিডনী কি একটা বিকল হতে পারে?
উত্তর: একটা কিডনীতে পাথর হয়ে বা ইনফেকশনের মাধ্যমে একটা কিডনী বিকল হতে পারে।

প্রশ্ন৪: সুস্থ মানুষের কি দুইটা কিডনীই প্রয়োজন?
উত্তর: বেচে থাকার জন্য বা সুস্থ থাকার জন্য একটা কিডনীই যথেষ্ট। অনেকের দেখা যায় জন্মগত ভাবে একটা কিডনী থাকে, তারা দিব্যি সুস্থ ও সুন্দর জীবন যাপন করেন। অনেক সময়েই তারা তা বুঝতে পারেন না। কাকতালীয় ভাবে অন্য কোন কারনে করা আল্ট্রাসনোগ্রাফীতে ধরা পরে। তাদের কোন চিকিৎসাই প্রয়োজন হয়না। এজন্য একজন সুস্থ মানুষ অনায়াসে একটা কিডনী অন্যকে দান করতে পারেন।

প্রশ্ন৫: কিডনী শরীরের কোন জায়গায় থাকে? এটা কি মানুষের কোমরে থাকে?
উত্তর: আসলে কিডনী কোমরে থাকেনা। থাকে শরীরের অভ্যন্তরে পিছনের পাজরের হাড়ের শেষের দিকে।

প্রশ্ন৬: কিডনী রোগ হওয়া মানে কি নির্ঘাত মৃত্যু?
উত্তর: কিডনী রোগ হলে নির্ঘাত মৃত্যু এ কথা মোটেই ঠিক নয়। কারন নিয়মিত চিকিৎসার ফলে রোগী স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।

প্রশ্ন৭: কিডনী বিকল হওয়া মানে কি?
উত্তর: কিডনী বিকল হওয়া দুই ধরনের। একটাকে একেআই (AKI) বলে যাতে কিডনী হঠাৎ কার্যক্ষমতা হারায়। যা উপযুক্ত চিকিৎসায় পুরোপুরি ভাল হয়। অন্যটাকে বলে সিকেডি (CKD) যাতে কিডনী অনেক দিন রোগাক্রান্ত থাকায় চিরস্থায়ী কার্যক্ষমতা হারায়। যা উপযুক্ত চিকিৎসায় পুরোপুরি ভাল হয়না। তবে চিকিৎসার মাধ্যমে রোগীকে মোটামোটি সুস্থ রাখা যায়।

প্রশ্ন৮: ব্যাথার ঔষধ বেশী খেলে কি কিডনী সমস্যা দেখা দিতে পারে?
উত্তর: হ্যা ব্যাথার ঔষধ বেশী খেলে কিডনী বিকল হতে পারে। তবে এও জানা থাকা দরকার অধিকাংশ ঔষধে যেমনঃ কিছু কিছু এন্টিবায়োটিক এমনকি গ্যাস্ট্রিকের ঔষধেও কিডনীর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

ডাঃ আবিদুর রহমান ভূঞা
এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য)
এমডি(হেপাটোলজী)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ও হাসপাতাল।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত