কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার চরপাড়া গ্রামের গোরস্থানের পাশে ধানক্ষেতে পড়ে থাকা সাদেক মিয়া (১৮)নামের এক যুবকের লাশ পাওয়া যায়। মঙ্গলবার (২২ অক্টোবর)করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিয়া পাড়া গ্রামের রঞ্জু মিয়া দ্বিতীয় ছেলে নিহত সাদেক মিয়া।
পেশায় ছিল সাদেক মিয়া অটো (ইজিবাইক) ড্রাইভার। অল্প বয়সেই পরিবারকে সহযোগিতা করার জন্য হাতে তুলে নেয় ইজিবাইকের স্টিয়ারিং। যে বয়সে সাদেক মিয়া স্কুল কলেজে পড়াশোনা করার কথা সে বয়সে গরিব পিতার রোজগারের জন্য শুরু করেন অটো (ইজিবাইক) চালানো।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাদেক মিয়া গতকাল সন্ধ্যায় তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এই মুহূর্তে কয়েকজন অপরিচিত ছেলে সাদেক সাদেক মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। কোথাও যাবে বলে তার ইজি বাইক ভাড়া নিয়ে যায়। ভাড়া নামিয়ে আসতে দেরি হওয়ায় নিহতের বাবা রঞ্জু মিয়া আশেপাশে খোঁজাখুঁজি করেন। নিহত সাদেক মিয়াকে না পেয়ে করিমগঞ্জ থানায় মৌখিকভাবে নিখোঁজের অভিযোগ দিয়ে আসেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ধানক্ষেতে পড়ে থাকা লাশের খবর পেয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ছুটে আসেন। এবং পরিবারের লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশ সনাক্ত করেন।
আরো জানা যায় গত কয়েকদিন আগেই নতুন এই ইজিবাইকটি কেনা হয়েছিল। তাই হয়তো লোভ সামলাতে না পেরে তাকে হত্যা করে বাইকটি ছিনিয়ে নিয়ে যায় দুর্ধর্ষ ছিনতাইকারী দল।
বর্তমানে নিহত সাদেক মিয়ার লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রয়েছে।