কিশোরগঞ্জ সদরের খিলপাড়া বিশ্বরোডে ঢাকা থেকে আসা অনন্যা পরিবহন বাসের সাথে ধাক্কা লাগে মুন্না (১৪) নামের এক কিশোরের, পথচারীরা মুন্নাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং নিয়ে আসার পর কর্তব্যে ডাক্তার মৃত ঘোষনা করেন।
রবিবার(২৭ অক্টোবর) সকাল ১০টায় বাবার জন্য খাবার নিয়ে কিশোরগঞ্জ কোর্টে আসার পথে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী বড়কান্দা গ্রামের নাজিমুদ্দিনের ২য় ছেলে মুন্না নিহত হন।নাজিমুদ্দিনের দুই ছেলে এবং দুই মেয়ের মধ্যে নিহত মুন্না ছিল ২য় সন্তান।
বর্তমানে নিহতের পরিবার কিশোরগঞ্জ সদরের ইউনিয়নের চরপাড়া গ্রামে ভাড়া বাড়ীতে থাকতেন এবং সেখান থেকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, পারিবারি কলহের জন্য নিহত মুন্নার বাবা প্রায় মাস খানেক যাবত কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিল এবং বরিবার (২৭ অক্টোবর) জামিন হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা মহাখালি থেকে আসা অনন্যা পরিবহন বাসটি সাইকেল আরোহী মুন্নাকে ধাক্কা দেয় এবং বাসটি নিয়ে পালিয়ে যায়।আমরা অনন্যা পরিবহন বাসটি সনাক্ত করে এসেছি।