“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কিশোরগঞ্জ কালেক্টরেট ভবনে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মস্তোফার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, বিআরটিএর পরিদর্শক ফয়েজ আহমেদ, সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, কিশোরগঞ্জ নিসচার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বিলকিস বেগম,সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, সাংবাদিক আলম সারোয়ার টিটু প্রমুখ।