“সচেতন এলাকা বাসী,প্রয়োজন প্রশাসনের সহযোগিতা”
রফিকুল ইসলামঃ কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকা নেশাখোর আর বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হারুয়া এলাকা বাসী। প্রতিদিনেই নেশাখোর আর বখাটেদের অত্যাচারের শিকার হন এলাকার বাসিন্দারা। এলাকার বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে কিছু ভাড়াটে সহ মালিক পক্ষকে বিভিন্নভাবে উত্যক্ত করে এসব বখাটেরা। এসব অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে হারুয়া মানিক ফকিরের গলির গন্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবকদের সমন্বয়ে রাতভর চলছে লাঠি বাশি নিয়ে পাহাড়া। গড়ে উঠেছে সমাজ উন্নয়ন সংস্থা নামক সংগঠন। এলাকার বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে জানা যায় এলাকাবাসীর পাশাপাশি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সহয়তা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবী। তাই দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ সহ প্রশাসনের সযোগিতা প্রয়োজন।