এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের নিজ বাড়ির সিড়ির পাশ থেকে আমেরিকা প্রবাসী মো: গোফরান (৮০) নামক এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ১৭অক্টোবর দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্হানীয়রা।
নিহতের স্বজন সাবেক ইউপি মেম্বার মনজুর আলম সাংবাদিকদেরকে জানান, গোফরান ১৯৮৪ সাল থেকে আমেরিকাতে বসবাস করে আসছেন। তার ছেলেরাও সবাই আমেরিকান নাগরিক। সম্প্রতি তিনি দেশে আসেন। তিনি গ্রামে একলা একটা বাড়িতে একজন কেয়ারটেকারকে নিয়ে থাকতেন।
তার বাড়িতে থাকা সিসি টিভির ক্যামেরাতে দেখা যায় সকাল সাড়ে ৯টার দিকেও বাড়িতে তার হাটাহাটির দৃশ্য।
স্থানীয়রা তার মৃত্যুকে রহস্য জনক বলে মনে করছেন, তার লাশটি যে ভাবে আটকে ছিল এবং একটি চোখ যেভাবে উপড়ানো ছিল তাতে হত্যাকান্ড বলে মনে হয়।আবার চাদ থেকে পড়ে গিয়ে রডের আঘাত বলেও মনে হয়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলছেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর এর আসল রহস্য উদঘাটন করা যাবে।##