এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সদর উপজেলা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুল ওহাব (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১০অক্টোবর সকালে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল ওহাব নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়ির আবদুল কাদেরের ছেলে।
সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বসত ঘরে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।