এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ফাহিম উদ্দিন (৪) এবং অন্যজন বাবুলের ছোট ভাই রাফুল উদ্দিনের ছেলে মো. আরমান উদ্দিন (৩) সম্পর্কের দিক দিয়ে তারা উভয় জনই চাচাতো ভাই।
পুলিশ ও নিহতদের পরিবার জানায়, ঘটনার দিন বিকেলে ফাহিম ও আরমান ঘরের বাইরে খেলাধুলা করছিল। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এতে করে পরিবারের লোক জন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুজি শুরু করে। পরে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় দুই ভাইয়ের লাশ খুঁজে পায় তাদের আত্মীয়রা।
১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরফান উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, এক সাথে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।