এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ অক্টোবর দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বজরা এলকে আমিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উক্ত কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, বজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম আমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইরশাদ-ই হাবীব মোফা, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান আমিন তুমুল, উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু প্রমূখ। এসময় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।