আশরাফুল ইসলাম তুষার:সড়কে মিশুক চলাচল নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৬অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় আখড়াবাজারস্থ বিজয় চত্বরে মিশুক চালক পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে মিশুক চালকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো:শহীদুল ইসলাম।লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,আমরা মিশুক চালাতে গিয়ে নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি।মিশুক নিয়ে শহরে প্রবেশ করতে চাইলে পৌরসভার নিয়োজিত হলুদ বাহীনী আমাদেরকে শরীরে আঘাত করে,ট্রাফিক রা সহ আমাদেরকে অত্যাচার করে চাবী নিয়ে যায়,সিট নিয়ে যায়।মিশুক চালক মো:খাইরুল ইসলাম বলেন,আমরা গাড়ি নিয়া বের হলে শোলাকিয়া রেল লাইনের নিচে কিছু চাদাবাজ ২০ টাকা করে চাদা নেয় এবং শহরে ঢুকতে দেয় না।সরকারী গোরস্থান এলাকা,শোলাকিয়া রেলগেইট এলাকা,পুরানথানা এলাকা,রেলস্টেশন এলাকায় আমাদেরকে এসব অত্যাচার করা হয় এবং জোর পূর্বক চাদা নেয়া হয় আমরা এর প্রতিকার চাই।মিশুক চালক মো:ছাবির মিয়া বলেন,আমাদের কাছ থেকে মেয়র অটোরিকশা লাইসেন্স দেয়ার জন্য ২ হাজার ৫০ টাকা করে নিয়েছে আমাদেরকে শহরে চলতে দেয়ার কথা বলে কিন্তু এখন পর্যন্ত লাইসেন্স দেয় নি।এ সময় সংবাদ সম্মেলনে শতাধীক মিশুক চালক ছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি জামাল আবু নাসের হিলালী মিন্টু,নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহবায়ক শেখ সেলিম কবির,বিশিষ্ট সমাজ সেবক সামসসুল আলম,বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দিন আহমেদ লেলিন,শ্রমিক নেতা নুরুল ইসলাম মোল্লা,শ্রমিক নেতা রফিকুল ইসলাম রাহাত প্রমুখ।