ঢাকাসহ সারাদেশে ১৩ সেপ্টেম্বর মুক্তি পেল আবুল হায়দার কাঞ্চন অভিনীত দুটি ছায়াছবি। অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ এবং মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’। এর মধ্যে ‘অবতার’ ছবিটি সারাদেশের নেয় কিশোরগঞ্জ মানসী সিনেমা হলেও দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। দর্শকবৃন্দও ছবিটি দেখে আবুল হায়দার কাঞ্চনের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন।
আজ (১১ অক্টোবর) শুক্রবার কিশোরগঞ্জ মানসী সিনেমা হলে আবুল হায়দার কাঞ্চন অভিনীত দ্বিতীয় ছবি ‘মায়াবতী’ মুক্তি পাচ্ছে। ‘মায়াবতী’ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান।
আবুল হায়দার কাঞ্চন অভিনীত ‘মায়াবতী’ প্রযোজনা করেছে আনোয়ার হোসেন আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন। ছবিতে তিশা-রোহান ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভূঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, কণ্ঠশিল্পী আগুন প্রমুখ।
ছবিটি নিয়ে আশাবাদী নির্মাতা অরুণ চৌধুরী। তিনি বলেন, ‘দর্শককে স্পর্শ করার মতো একটি ছবি বানানোর চিন্তা ছিলো আমার মাথায়। দর্শকের জন্য একটি বার্তা থাকবে আমার ছবিতে। এখন দর্শক ছবি থেকে বার্তা পেতে চায়, একই সঙ্গে আনন্দিত, বিনোদিত হতে চায়। অভিনয়, গান, গল্প সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ থাকছে এ ছবিতে দর্শকের জন্য।
আবুল হায়দার কাঞ্চন বলেন, ‘মায়াবতী ছবিটি দেখে আশা করি দর্শক আনন্দ পাবে। তাই আমি আশা করি, দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন।”