আল মামুন সজীবঃ ২০০৪ সালের আজকের এই দিনে ১৭ বছরের এক বিস্ময় বালকের অভিষেক হয় বার্সার জার্সি গায়ে, আর আজকেই তার ক্যারিয়ারে আরেকটি অর্জন যুক্ত হলো। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৬ বার ইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন লিওনেল আন্দ্রেস মেসি।
এই এডওয়ার্ডটা দেওয়া হয় ইউরোপীয়ান ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে মেসির পরেই ৪ বার এই এওয়ার্ড জিতেছেন আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসিই একমাত্র ফুটবলার যে কিনা হ্যাট্রিক ব্যালন ডি অর এবং হ্যাট্রিক গোল্ডেন বুট জয়ী খেলোয়ার।