আশরাফুল ইসলাম তুষার: বাংলাদেশ জুট কর্পোরেশন বিজেসি’র অধীনে কিশোরগঞ্জ বয়লা এলাকায় পরিত্যাক্ত পাট গুদাম ও গুদাম সংলগ্ন ১ একর ৪৫ শতাংশ ভূমি ভূমিদস্যু ফরহাদ গনি ও বাংলাদেশ জুট কর্পোরেশন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:তোফাজ্জল হোসেন গং অবৈধভাবে গ্রাস করে নেয়ার বিরুদ্ধে
কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বাসী বয়লা এলএসসি রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বিজেসি’র মেসার্স নন্দ কিশোর লুহিয়া নামীয় অঙ্গনে ৫ কোটি টাকা মূল্যের টিনশেড গুদাম ঘর ও পাট বান্ডেল করার মেশিন ভেঙ্গে রাতের আধারে বিক্রি করে দেয় বলে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।বর্তমানে খালি জায়গায় ট্রাক স্ট্যান্ড, গ্যারেজ,বিভিন্ন ভাগ-বাটোয়ারার মাধ্যমে দোকান ঘর নির্মাণ করে সরকারী সম্পত্তি ভাড়ার নামে গ্রাস করছে বলে অভিযোগ করেন বক্তারা।সরকারী সম্পত্তি সরকারকে বুঝে নেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু,সমাজ সেবক সাইফুল ইসলাম,একরামপুর ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক শামসুল ইসলাম শামীম,সমাজ সেবক জালাল উদ্দিন,হাদিস মিয়া,রাফিউল করিম মুরাদ,ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন মিয়া,সমাজসেবক গোলাম মোস্তফা পারভেজ,দিদারুল ইসলাম বাপ্পি,রাইহান,হিমেল,ছোটন,ইমরান,নাইমসহ শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।