এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার ৯ অক্টোবর বেলা ১১টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামরুজ্জামান (৪৫) ও আবুল কালাম (৫৫)। নিহত কামরুজ্জামান ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে ও আবুল কালাম একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান আলী মোবারক কল্লোল জানান, সকাল ১১ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে জমি থেকে গরু আনার জন্য যায় কামরুল ও আবুল কালাম। ওই সময়ে বজ্রপাতের কবলে পড়ে দুই জনই তৎক্ষণাৎ মারা যায়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে জমিতে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।##