আল মামুন সজীবঃযুব ভারতীয়তে ৮০ হাজার দর্শকের সামনে নিজেদের সেরা ম্যাচটা খেলেছে বাংলাদেশ। আক্রমণ পালটা আক্রমনের ম্যাচে ম্যাচের ৪২ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে সাদ উদ্দীনের অসাধারণ হেডে বাজিমাত ০-১ গোলে এগিয়ে বাংলার ছেলেরা। প্রথম হাফে এই লিড নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয় হাফে একের পর এক সহজ সুযোগ মিস করছে জীবন যদিও তার সামনে দাঁড়িয়ে ছিলো ভারতের গোল কিপার ডিফেন্ডাররা। জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ তা আর হলো না ৮৮ মিনিটে কর্নার থেকে ভারতের আদিল খানের বাজিমাত এখানেই শেষ ম্যাচ স্কোর ১-১।
কাছে এসেও জয় না পাওয়াতে আক্ষেপ থেকেই গেলো বাংলার ছেলেদের ম্যাচ জিততে না পারলেও কোটি বাঙালির মন কেরে নিয়েছে ফুটবলাররা। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ফুটবলের সুদিন ফিরবে শীগ্রই।
পালটে যাওয়া বাংলাদেশের পর্দার আড়ালের নায়ক কোচ জেমি ডে সবার প্রশংসা পেতেই পারেন এই ইংলিশ ম্যান।
বাংলাদেশের পরের ম্যাচ ওমানের সাথে ১৪ নভেম্বর বিশ্বকাপ বাচাই ম্যাচে