নিজস্ব প্রতিনিধি :কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে বৃহস্প্রতিবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডায়াবেটিক হাসপাতালে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। সদর উপজেলার নিবার্হী অফিসার ও হাসপাতালের সদস্য সচিব মোঃ আব্দুল কাদির মিয়ার পরিচালনায় এতে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সিভির সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ সুশীল কুমার শীল, গণতন্ত্র পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কৃষকলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এ সময় ডায়াবেটিক হাসপাতালের কর্মরতগণ,আহবায়ক কমিটির সদস্যগণ,আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন।