এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
জানা যায়, গতকাল সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা চেকপোষ্টে মোবাইল ওয়ানের সহযোগিতায় আলমগীর (৩২) এবং জয়নাল আবেদীন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাজাসহ আটক করে পুলিশ।
জেলার ফুলবাড়ী উপজেলার চান্দের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ বোতল ফেনসিডিলসহ এরশাদুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।
ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে পাইকেরছড়া এলাকার মৃত জয়নাল আবেদীন পুত্র শফিকুল ইসলামকে ৩৭ পিচ ইয়াবা ও বসুনীয়াটারী এলাকার একাব্বর আলীর পুত্র সাইদুর রহমান (৩০) কে ২৫০ গ্রাম গাজাসহ আটক করে পুলিশ।
এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) জানান, জেলার পুলিশ চেকপোস্ট গুলো মাদক ও সড়ক আইন প্রয়োগে কার্যকর ভুমিকা রাখছে। সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহণ করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।