কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জাহিদুল ইসলাম (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাজিতপুর থানা পিরিজপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন কনস্টেবল জাহেদুল ইসলাম (বাংলাদেশ পুলিশ কনস্টেবল নং ১১৫৩)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত প্রায় সোয়া দুইটার সময় পুলিশের টহল ডিউটিরত অবস্থায় উজানচর জামতলা মাঝামাঝি ভৈরব-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশের টহল গাড়ি থেকে প্রস্রাব করার জন্য রাস্তার পাশে নামেন জাহিদুল ইসলাম এবং একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামে মোঃ গনি মিয়ার পঞ্চম সন্তান নিহত পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা যায়, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের খালার বাড়িতেই বড় হন জাহিদুল ইসলাম। খালার বাড়ির পরিচয়ে পুলিশে যোগদান করেন জাহিদুল ইসলাম। চাকরির বয়স মাত্র ১ বছর ১৫ দিন।
পিরিজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাবিল উদ্দিন জানান, জাহিদুল ইসলাম আমার সাথে রাতে ডিউটিতে ছিল। পিকআপ ভ্যানে ধাক্কা দিয়ে জাহিদুলকে রাস্তার পাশে ফেলে চলে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পরে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ(বিপিএম)বার।