আশরাফুল ইসলাম তুষার:কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য ভিক্টোরি প্রিমিয়ারলীগ (V.P.L) এর নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৯ নভেম্বর (শনিবার) ১ বছর মেয়াদী এ নতুন কমিটি গঠিত হয়। কমিটিতে সভপতি হিসেবে আমিনুল ইসলাম সোহান, সাধারন সম্পাদক হিসেবে সৌরভ রায়, সাংগঠনিক সম্পাদক বচ্চন দত্ত এবং সহ-সাংগঠনিক হিসেবে আশরাফুল ইসলাম তুষার’কে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি নেওয়াজ আজিম,নোহাশ রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াদ আহমেদ উল্লাস,ক্রীড়া সম্পাদক অনল দাস,প্রচার সম্পাদক মিনহাজুল হক অপু,শফিকুল ইসলাম হৃদয়,আপ্যায়ন সম্পাদক হিসেবে সিব্বীর জামান প্রান্ত ও শেখ সাদী কে নির্বাচিত করা হয়েছে। ভিক্টরি প্রিমিয়ারলীগের এবার সপ্তম আসরের খেলা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে জেলা শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে।