এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন এ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ (০২ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য রালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিআরডিবি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা সমবায় অফিসার নুর কুতুবুল আলম।
বক্তরা বলেন, এ দেশের কৃষি ও পল্লী উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ শ্লোগান বাস্তবায়নেও সমবায়কে অগ্রনী ভুমিকা পালন করছে।