বুধবার , ২০ নভেম্বর ২০১৯ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

লবন নিয়ে গুজব, মাইকিংসহ মাঠে পুলিশ

প্রতিবেদক
aasohan
নভেম্বর ২০, ২০১৯ ৭:১৬ পূর্বাহ্ণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল থেকেই গুজবের কারণে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে লবণের দাম। জেলাজুড়ে গুজব ছড়িয়ে পড়ার পর হাট-বাজারগুলোতে লোকজন লবণ কিনতে ঈদের ভিড় জমাতে শুরু করলে পেঁয়াজের মত হু-হু করে বৃদ্ধি পেতে থাকে নিত্যপণ্যটির মূল্য।

গুজবের কারণে ১৬ টাকা কেজি দরের খোলা লবণ কুড়িগ্রাম সদরের যাত্রাপুরসহ বিভিন্ন এলাকায় ৫০ থেকে ৬০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। অপরদিকে ৩৮ টাকার প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণ বিভিন্ন জায়গায় ৪০ থেকে ৭০ টাকা মূল্যেও বিক্রি করা হয়।

স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, কেউ ব্যাগ নিয়ে আবার কেউবা বস্তাসহ ভিড় জমিয়েছেন বাজারের দোকানগুলোতে। ফলে এই সুযোগেই লবণের মূল্য বাড়িয়ে দেয় এসব ব্যবসায়ীরা। তবে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে লবণের মূল্য পূর্বের দামে ফিরে আসলে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

গুজবের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গতকাল বিকালেই পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমানসহ একাধিক কর্মকর্তা শহরের পৌর বাজার, জিয়াবাজার, খলিলগঞ্জ, ত্রিমোহণী ও কাঁঠালবাড়ি বাজারে তাৎক্ষণিক মনিটরিং চালান। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে প্রচারণা চালায় পুলিশ প্রশাসন। এতে লাইন ধরে সাধারণ মানুষদের লবণ কেনা বন্ধ হয়।

কুড়িগ্রাম বিসিকের উপব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, দেশে লবণের চাহিদা রয়েছে প্রায় ১৬ লাখ মেট্রিক টন। সেখানে মজুদ রয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন লবণ। আয়োডিনযুক্ত প্যাকেটজাত লবণ সরকার বিক্রির অনুমতি দিয়েছে। তবে, কোনো খোলা লবণ বিক্রি বা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বলেন, খোলা লবণ শুধুমাত্র চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহার করা হয়। বর্তমানে মানভেদে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে লবণ বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

গুজব নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন বলেন, সদরের সব ইউনিয়নের চেয়ারম্যানরা নির্দেশনা অনুযায়ী গুজব ঠেকাতে বাজারগুলোতে মাইকিং করে সচেতনতা সৃষ্টি করছে। মানুষের মধ্যে যে গুজব ছড়ানো হয়েছিল তা এখন নেই বলে জানিয়েছেন তিনি।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম জানান, গুজব সৃষ্টি করে ব্যবসায়ীরা যাতে লবণের কৃত্রিম সংকট তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এজন্য প্রশাসন তৎপর রয়েছে। তিনি বলেন, লবণের এই গুজব ঠেকাতে সচেতন হওয়ার পাশাপাশি সকলকে একযোগে এই গুজবে রুখে দাঁড়াতে হবে। এরপরও যদি কেউ অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করে সে ব্যাপারে প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পুলিশকে তথ্য দিলে, বিষয়টিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

ফুলবাড়ীর শাহবাজার হতে পশ্চিম ধনীরাম আবাসন সড়কের বেহাল দশা

পু’রুষ থে’কে বাঁচাতে মে’য়ের বুকে গরম ছ্যাঁ’কা দেন মা!!।

সওজ’র অবহেলায় নাগেশ্বরীর শহীদ মিনার থেকে ডাকনিরপাট সড়কের বেহাল দশা

নিকলীতে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে সন্ত্রাস মাদক জঙ্গীবাদ বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

প্র’ধানমন্ত্রীর আর্থিক স’হায়তা: রংপুরের তা’লিকায় স্থান পেয়েছেন বরিশালের না’রী।

ব’উ বাজি রেখে মোবাইলে লুডুর জু’য়া খেলতে গিয়ে ‘লঙ্কাকাণ্ড।

কিশোরগঞ্জে প্রখ্যাত সাংবাদিক প্রয়াত আতাউস সামাদের উত্তরসূরীকে ফুলেল সংবর্ধনা

নোয়াখালীতে যথাযথ নিয়মে পতাকা উত্তোলন না করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

ঈ’দের ন’তুন জা’মা কিনে না দে’ওয়ায় অ’ভিমানে স্কু’লছা’ত্রীর আত্মহ’ত্যা।